• Bengali Word ইসমে আজম, এছমে আজম English definition [ইস্‌মে আজম্, এছ্‌মে আজম্‌] (বিশেষ্য) মহানাম যা পাঠ করলে অলৌকিক কার্য সম্পাদন করা যায় (এছমে আজম তুমি পড় তিন বার, এখন বুঝিয়া নিবে কুদরত আল্লার-সৈয়দ হামজা; এসমে আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ইসম-ই-আজম }