• Bengali Word ইমান, ঈমান English definition [ইমান্] (বিশেষ্য) ১ আল্লাহর ফিরিশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবী-রসুলগণ, শেষ বিচারের দিন ভাগ্যের ভালো-মন্দ ও মৃত্যুর পর পুনরুত্থান-এই সবের উপর বিশ্বাস (আরবে আরবী ভাষে পাইল ইমান-সৈয়দ মুজতবা আলী)। ২ বিশ্বাস। ইমানদার (বিশেষণ) ১ ধর্মবিশ্বাসী; আস্তিক; ধার্মিক। ২ বিশ্বস্ত। ইমানদারি (বিশেষ্য) ধর্মশীলতা; বিশ্বস্ততা; সাধুতা। {(আরবি) ঈমান }