• Bengali Word ইন্দু English definition [ইন্‌দু] (বিশেষ্য) চন্দ্র। ইন্দু নিভানন (বিশেষ্য), (বিশেষণ) চাঁদমুখ; চাঁদের ন্যায় সুন্দর মুখবিশিষ্ট (কাঁদ, ইন্দুনিভাননে, তিত অশ্রুনীরে-মাইকেল মধুসূদন দত্ত)। ইন্দুকলা (বিশেষ্য) চন্দ্রকলা। ইন্দু নিভাননা, ইন্দু নিভাননী (স্ত্রীলিঙ্গ)। ইন্দু ভূষণ, ইন্দু মৌলি (বিশেষ্য) শিব। ইন্দুমতী (বিশেষ্য) পূর্ণিমা। ইন্দুমুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চন্দ্রাননা; চাঁদের ন্যায় সুন্দর মুখবিশিষ্ট; সুন্দরী। ইন্দুলেখা, ইন্দুরেখা (বিশেষ্য) চন্দ্রকলা; চন্দ্রখণ্ড (প্রতিপদের তন্বী পাণ্ডু ইন্দুলেখার অবগুণ্ঠনের তলায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) Öইন্দ্+উ}