• Bengali Word ইনস্যুরেন্স, ইনসিওরেন্স, ইনশিওরেন্স English definition [ইন্‌শিউরেন্‌স্, ইন্‌শিওরেন্‌স্‌, ইন্‌শিওরেন্‌স্‌] (বিশেষ্য) বিমা; ভাবী ক্ষতির প্রতিকারের জন্য চুক্তি-যার ফলে মুত্যু বা কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ স্বরূপ অর্থ প্রদান করে (ইনশিওরেন্সের দালালি-রাজশেখর বসু (পরশু))। ইনস্যুরেন্স করা (ক্রিয়া) ১ বিমা করা। ২ টাকাকড়ি ও চিঠিপত্র নিশ্চিতভাবে পৌঁছানোর জন্য ডাকবিভাগ কর্তৃক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা (টাকার ইনসিওর করেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) insurance}