• Bengali Word ইতি English definition [ইতি] অব্যয় সমাপ্তিসূচক শব্দ। □ (বিশেষ্য) শেষ; খতম; অবসান; রফা (পড়ল ধুমের দফায় ইতি-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) এই; ওই (ইতিকর্তব্য)। ইতিউতি (ক্রিয়াবিশেষণ) এদিকে ওদিকে; নানাদিকে (ঘরে যায়া ইতি-উতি চায়-জসীমউদ্‌দীন; বধূ চমকিয়া ইতি-উতি চায়-মোহিতলাল মজুমদার)। ইতিকথা (বিশেষ্য) ১ উপকথা; কাহিনী। ২ বানানো গল্প; কল্পিত কাহিনী। ৩ ইতিহাস। ইতি করা (ক্রিয়া) শেষ করা। ইতি কর্তব্য (বিশেষ্য) কর্তব্যকর্ম; অনুষ্ঠেয় বিষয়। □ (বিশেষণ) করা উচিত বা করার যোগ্য। ইতি কর্তব্যতা (বিশেষ্য) ‘এটাই কর্তব্য’ এরূপ জ্ঞান। ইতি কর্তব্যবিমূঢ় (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়; উপস্থিত কি করতে হবে তা নির্ণয়ে অসমর্থ। ইতি কর্তব্যবিমূঢ়তা (বিশেষ্য)। ইতি কাহিনী (বিশেষ্য) ইতিহাস। ইতিপূর্বে (অপপ্রয়োগ), ইতিপূর্বে (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) এর আগে। ইতিমধ্যে (অপপ্রয়োগ), ইতোমধ্যে ক্রিবিণ, অব্য এর মধ্যে; ইত্যবসরে; ইতোমধ্যে; এই সময়ের মধ্যে। ইতিহ (বিশেষ্য) ১ পরস্পরাগত লোকশ্রুতি; ইতিহাস। ২ ঐতিহ্যগত (ইতহ ভাগ্য জড়াক-না নাগপাশে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) Öই+তি(ক্তি)}