• Bengali Word ইজারা, ইজার ৩ English definition [ইজারা, ইজার্] (বিশেষ্য) ১ ঠিকা; নির্দিষ্ট খাজনায় জমির মেয়াদি বন্দোবস্ত; lease; (স্বদেশ পেয়েছে বারোয়ারী ভোগে লাখেরাজ ইজারায়-হাসান হাফিজুর রহমান)। ২ স্বত্ব দখল; একচেটিয়া অধিকার (ওর ওপর খুকীর তখন ইজারা দখল-কাজী নজরুল ইসলাম)। ৩ এক জিনিসের বদলে অন্য জিনিস গ্রহণ (চাবির থেলো ও রুমালের জন্যে .....দুখানি চৌকি ইজারা নেওয়া হল-কালীপ্রসন্ন সিংহ)। ইজারাদার (বিশেষ্য), (বিশেষণ) ঠিকাদার; জমি ইজারা নেয় যে। ইজারাপ্রাপ্ত জমিজমা। {(আরবি) ইজারাহ }
    • Bengali Word দর-ইজারা English definition [দর্‌ইজারা] (বিশেষ্য) ইজারাদারের অধীন ইজারা; দরপত্তনি। {(ফারসি) দরইজারাহ}