• Bengali Word ইকলিম, একলিম English definition [ইক্‌লিম্, একলিম্] (বিশেষ্য) ১ অঞ্চল-প্রাচীন ভৌগোলিকগণ তৎকালে পরিচিত সমগ্র পৃথিবীকে সাতটি অঞ্চলে বিভক্ত করতেন; তার প্রত্যেকটিকে ইকলিম বলা হতো ((তুলনীয়) প্রাচীন হিন্দুদের ধারণাতে সপ্তদ্বীপা বসুন্ধরা)। ২ রাজ্য; দেশ। ৩ ভূখণ্ড্ ৪ জনপদ। {(আরবি) আকলীম }