• Bengali Word আয়ু , আউ (মধ্যযুগীয় বাংলা) English definition [আয়ু, আউ] (বিশেষ্য) ১ জীবনের মেয়াদ; পরমায়ু; হায়াত (আউ থাকিতে কাহনঞি মরণ ইছমি-বড়ু চণ্ডীদাস)। ২ প্রাণ; জীবন (আয়ু শেষ)। ৩ বয়স। আয়ুপ্রদ, আয়ুঃপ্রদ (বিশেষণ) পরমায়ু বর্ধক। আয়ুরেখা (বিশেষ্য) (জ্যোশা) আয়ুর লক্ষণবিশিষ্ট হস্তরেখা (আয়ুরেখা তেলোর ইস্‌পার উস্‌পার-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) আয়ুঃ>}
    • Bengali Word আয়ুদড় (প্রাচীন বাংলা) English definition ⇒ আউদড়
    • Bengali Word আয়ুধ English definition [আয়ুধ্‌] (বিশেষ্য) অস্ত্রশস্ত্র; যুদ্ধাস্ত্র (নিক্ষেপিলা সদাশিব আয়ুধ ভীষণ খরধার-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযুধ্‌+অ(ক)}