• Bengali Word আয়া ১ English definition [আয়া] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দাই; সেবিকা; শিশুর পরিচারিকা; ঝি। আয়াগিরি (বিশেষ্য) আয়ার চাকরি। {(পর্তুগীজ) আয়া aia + (ফারসি) (ইংরেজী) ayah, (তুর্কি) আই}
    • Bengali Word আয়া ২ English definition [আয়া] (বিশেষ্য) পিতামহ; মাতামহ। আয়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আর্য>আয্‌য>আয়া}
    • Bengali Word আয়াত ১ English definition [আয়াত্] (বিশেষ্য) কোরানের বাক্য বা বাক্যাংশ। {(আরবি)আয়াত}