• Bengali Word আড়কাঠি , আরকাটি English definition [আড়্‌কাঠি, আর্‌কাটি] (বিশেষ্য) ১ কুলি বা মজুর সংগ্রাহক; কুলির ঠিকাদার; recruiter (চা বাগানের আড়কাঠি যেন চালান করছি কুলি-কাজী নজরুল ইসলাম; নির্বিরোধী ভারতপ্রজা আড়কাটিদের অত্যাচারে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কর্ণধার; বন্দরের নিকটবর্তী নদীতে বা মোহনায় অপ্রশস্ত পথে জাহাজ চালনাকারী; pilot। ৩ মাকু; বস্ত্রবয়নের উপকরণ বিশেষ। ৪ কেন্দ্র; উপলক্ষ (এইবার মাগীরা মেজ বৌকে আরকাঠি করে সব বৌঝিকে খেরেস্তান করে তুলবে-কাজী নজরুল ইসলাম)। {( ইংরেজি) recruiter-এর সাদৃশ্যে গঠিত}