• Bengali Word আড়ং , আরঙ্গ (বিরল) English definition [আড়োঙ্, আরঙ্‌গো] (বিশেষ্য) ১ হাট; গঞ্জ; ক্রয়-বিক্রয়ের প্রধান স্থান। ২ মেলা (আড়ঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই-জসীমউদ্‌দীন; ভাদ্দর মাসের আরঙ্গটি বড় ধুমে হইয়া যাবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ কারখানা; গোলাঘর। আড়ং ঘাটা ( বিশেষ্য) নৌকায় আরোহণ করার ঘাট বা স্থান। আড়ংছাঁটা (বিশেষণ) বিক্রয়ের জন্য ছাঁটা; সাধারণভাবে পরিষ্কৃত; ঢেঁকি-ছাঁটা নয় এমন। আড়ংধোপ, আড়ংধোলাই ( বিশেষ্য) কোরা কাপড়ের রং ও মাড় উঠিয়ে সাদাকরণ। {(ফারসি) আবরঙ্গ >আড়ং}
    • Bengali Word আড়ং , ওড়ন English definition [ওড়ঙ্‌, ওড়ন্‌] (বিশেষ্য) নারকেল মালার তৈরি হাতা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত ) উদঙ্ক >উডঙ্ক>ওড়ং; (তুলনীয়) (পালি) ‘উলঙ্ক’}