• Bengali Word আহরণ English definition [আহোরন্‌, আহরন্‌] (বিশেষ্য) ১ সংগ্রহ। ২ সঞ্চয়করণ। ৩ সঙ্কলন। ৪ উপার্জন। ৫ আয়োজন। ৬ যৌতুক; উপটৌকন। আহরণী (বিশেষ্য) সঙ্কলনী; চয়নিকা। আহরণীয়, আহর্তব্য (বিশেষণ) সংগ্রহ বা আহরণের যোগ্য। আহর্তা (বিশেষ্য), (বিশেষণ) সংগ্রাহক; আহরণকারী। {(তৎসম বা সংস্কৃত ) আ+Öহৃ+অন(ল্যুট্)}