• Bengali Word আসর ১ English definition [আশোর্] (বিশেষ্য) সভা; মজলিস; বৈঠক (গানের আসর, সাহিত্যের আসর)। আসর গরম করা (ক্রিয়া) কথাবার্তা বা বক্তৃতার দ্বারা উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমা (ক্রিয়া) ১ লোকসমাগম হওয়া। ২ সভাস্থ লোকের অন্তরে আনন্দ বা উদ্দীপনা সঞ্চার হওয়া। আসর জমানো, আসর মাতানো (ক্রিয়া) বাকচাতুর্য হাস্য পরিহাস ইত্যাদি দ্বারা শ্রোতৃবর্গকে হর্ষোৎফুল্ল করে তোলা। আসর জাঁকানো (ক্রিয়া) বাকচাতুর্য বা ভাবভঙ্গি দ্বারা নিজেকে শ্রোতৃবর্গের মধ্যে বিশিষ্ট করে তোলা। আসরে নামা (ক্রিয়া) সভাস্থলে বা কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া। {(আরবি)আশ্‌র (= দশ, অর্থাৎ দশজনের সভা)}
    • Bengali Word আসর ২, আছর ১ English definition [আসর্] (বিশেষ্য) ১ অপরাহ্ণ; বৈকাল। ২ নমাজের ওক্ত বিশেষ (আসরের নমাজ)। {(আরবি)আসর}
    • Bengali Word আসর ৩, আছর ২ English definition [আসোর্] (বিশেষ্য) প্রভাব; চিহ্ন; ফল; ক্রিয়া (জিনের আসর)। {(আরবি)আছর }