• Bengali Word আশনাই, আসনাই English definition [আশ্‌নাই] (বিশেষ্য) ১ প্রেম; প্রণয়; আসক্তি (মন যত বলে আশা নাই, হৃদে তত জাগে আমনাই-কাজী নজরুল ইসলাম)। ২ অবৈধ প্রণয়; অসামাজিক প্রণয়। ৩ পরিচয় (আপনার নাম কহ, আমাকে আশনাই দেহ-সৈয়দ হামজা)। {(ফারসি) আশনাঈ}