• Bengali Word আশকারা, আস্কারা English definition [আশ্‌কারা] (বিশেষ্য) ১ প্রশ্রয় (তোমার আস্কারাতেই ও উচ্ছন্নে গেছে-প্রেমেন্দ্র মিত্র)। ২ তদন্তের পর রহস্য বা গুপ্ত বিষয় প্রকাশ (কিন্তু চুরির আস্কারা হইল না-নজিবর রহমান)। আশকারা দেওয়া (ক্রিয়া) প্রশ্রয় দেওয়া (আশকারা দিয়ো না, একেবারে মাথায় চড়ে বসবে)। {(ফারসি) আশকার}