• Bengali Word আলেম, আলিম English definition [আলেম, আলিম্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ইসলাম ধর্মতত্ত্বজ্ঞ (মোল্লা আলীম ফকির-দৌলত উজির বাহরাম খান; আলিম ওলমা নহি, করেন্ত আদর-সৈয়দ আলাওল)। ২ বিদ্বান। আলেমদার (বিরল) (বিশেষণ) বিদ্বান; পণ্ডিত (ফার্সিতে সত্যই আলেমদার-গোপাল হালদার)। আলেমুন গায়েব (বিশেষ্য), (বিশেষণ) যিনি অদৃশ্য বিষয় জানেন; সর্বজ্ঞ (আল্লাহ্ আলেমুল গায়েব-মঈন)। {( আরবি)আলিম}
    • Bengali Word তালেব আলেম, তালেব এলম, তালেবুল ইলম, তালিবুল ইলম English definition [তালেব্‌ আলেম্‌, তালেব এল্‌ম্‌, তালেবুল্‌ ইল্‌ম্‌, তালিবুল ইল্‌ম্‌] (বিশেষ্য) ছাত্র; বিদ্যার্থী; শিক্ষার্থী; জ্ঞানান্বেষী (হাদিস কোরান পড়ার জন্য চারদিক হইতে তালেবুল ইলম এই মাদ্রাসায় আসিয়া থাকে-আবুল মনসুর আহমদ)। {(আরবি)তালিব ‘ইল্‌ম}