- Bengali Word আলিসা, আলিশা, আলসে English definition [আলিশা, আলিশা, আল্শে] (বিশেষ্য) ১ ছাদের প্রান্তভাগ বা কার্নিশ (আলিসায় একটি সলজ্জা রজনীগন্ধা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)।
২ ছাদের প্রান্তস্থ অনুচ্চ প্রাচীর (বসি আলিসার আড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
{(তৎসম বা সংস্কৃত) আলি + (বাংলা) সা (সাদৃশ্যার্থে)}