• Bengali Word আলাদা, আলাহিদা, আলহিদা English definition [আলাদা, আলাহিদা, আল্‌হিদা] (বিশেষণ) ১ অন্য ভিন্ন। ২ পৃথক; স্বতন্ত্র (ওদের পূজা আলাহিদা হয়েছে কিনা-দীনবন্ধু মিত্র; অন্যদিকে মক্কা শরীফের কথা আলহিদা ছিল-আবদুল মওদুদ)। আলাদা করে দেখা (ক্রিয়া) ১ পর ভাবা; অনাত্মীয় মনে করা। ২ স্বতন্ত্রভাবে বিচার করা। আলাদা হওয়া (ক্রিয়া) পৃথগন্ন হওয়া। {(আরবি)‘আলাহিদাহ্}