• Bengali Word আলস (পদ্যে ব্যবহৃত) English definition [আলশ্] (বিশেষ্য) আলস্য; জড়তা (ক্রমে ক্রমে আনন্দ আলস-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অলস। আলসে, আলসিয়া (বিশেষণ) অলস; কুঁড়ে (আলসে নয় সে ওঠে রোজ সকালে-কাজী নজরুল ইসলাম)। আলসেমি, আলসেমো (বিশেষ্য) কুঁড়েমি; অলসতা। {(তৎসম বা সংস্কৃত) আলস্য>}
    • Bengali Word আলসে ১ English definition ⇒ আলিসা
    • Bengali Word আলসে ২ , আলসেমি, আলসেমো English definition ⇒ আলস