• Bengali Word আলপনা , আলিপনা English definition [আল্‌পোনা, আলিপনা] (বিশেষ্য) ১ মেঝে, দেয়াল, সিঁড়ি, পিঁড়ি প্রভৃতিতে অঙ্কিত চিত্রকলা বিশেষ। ২ শুভ কাজে উৎসবে আতপ চালের গুঁড়া, চক, রং প্রভৃতির দ্বারা অঙ্কিত ফুল পাতা ইত্যাদির সৌন্দর্যময় চিত্র। ৩ নকশা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) আলিম্পন্>}