• Bengali Word আর্দাশ , আরদাশ, আদ্দাশ, আদ্দাস English definition [আর্‌দাশ্, আর্‌দাশ্‌, আদ্‌দাশ্, আদ্‌দাশ্‌] (বিশেষ্য) ১ আবেদন; প্রার্থনা (তাদের আর্দাশ নাহি শুনিলে কানে–ঈগু)। ২ অভিযোগ; নালিশ (কান্দিয়া আরদাশ করে খোদাতাল্লার স্থানে-পূর্ববঙ্গ গীতিকা; রাজারে আদ্দাশ করি জামতি লুঠিতে-ঘনরাম চক্রবর্তী; আদ্দাস করয়ে আসি চমরীর ঘটা-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ আফসোস; পরিতাপ (পিঠে চুন মাখি চলে হাঁটুরে আদ্দাসে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(আরবি)‘আরদ + (ফারসি) দাশ্‌ত}