• Bengali Word আরশ , আরস English definition [আরোশ্] (বিশেষণ) ১ সর্বব্যাপী খোদার আসন; বেহেশ্‌তের উচ্চতম অবস্থান। (আরশে থাকিয়া হাসিলেন খোদা-কাজী নজরুল ইসলাম)। ২ রাজাসন; সিংহাসন। { (আরবি)‘আরশ্}
    • Bengali Word আরশি , আরসি English definition [আর্‌শি] (বিশেষ্য) আয়না; মুকুর; দর্পণ (হে সরসী! তুমি তারার আরসী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) আদর্শিকা>আরশিআ>}
    • Bengali Word আরশোলা , আরসোলা, আরসুলা English definition [আর্‌শোলা, আর্‌শোলা, আর্‌শুলা] (বিশেষ্য) তেলাপোকা (উড়ি উড়ি আরসুলা দেয় তুড়ি লাফ-সত্যেন্দ্রনাথ দত্ত)। আরশোলা আবার পাখি-তেলাপোকা পোকাই, পাকি নয়-ক্ষুদ্র মহতের, নীচ উচ্চের, অনুপযুক্ত উপযুক্তের মর্যাদা লাভে অক্ষম। {(তৎসম বা সংস্কৃত) অস্রপদা>}