• Bengali Word আর English definition [আর্] (অব্যয়) ১ এবং ও (আমি আর তুমি)। ২ অতঃপর; এর পরে (আর কিছু বলার নেই)। ৩ এর অধিক; এর বেশি (আর কী বলবো)। ৪ যুগপৎ; এককালে (আমাদের ঘরের লক্ষ্মী আর তোমাদের যম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৫ কিংবা; অথবা (মারো আর কাটো)। ৬ তদুপরি; তার উপর (একে কাল হৈল মোর নয়লি যৌবন। আর কাল হৈল মোর বাস বৃন্দাবন -চণ্ডীদাস)। ৭ পক্ষান্তরে (আমরা খেটে মরছি আর তোমরা ঘুমুচ্ছ)। ৮ কাজেই (এরপর আর সেখানে যাওয়া চলে না)। ৯ আক্ষেপ অবসাদ হতাশা ক্রোধ বিস্ময় বিরক্তি ইত্যাদি বোধক (আর বোলো না, আর যাব না)। □ (বিশেষণ) ১ বিগত (আমাকে আর বছরে দুশো টাকা দিয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। ২ আগামী (আর রোববারে যাবো)। ৩ দ্বিতীয়; অন্য একটি (এমন মেয়ে আর পাবে না)। ৪ অপর; অন্য (আর জন কয় এই মহাশয়-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (ক্রিয়াবিশেষণ) ১ ভিন্ন রকম; অন্যরূপে (বলে এক করে আর)। ২ পুনরায়; পুনর্বার (হেন দুষ্ট বাক্য প্রিয় না বোলিহ আর-ভবানন্দ)। ৩ পরে; ভবিষ্যতে (আর দেখতে পাবে না)। ৪ বর্তমানে; এখন (আর সেদিন নাই)। ৫ এখনও (বৃথা কেন ডাকো আর?)। ৬ কখনও (আমড়া গাছে কি আর আম ফলে?)। ৭ পুনশ্চ; অধিকন্তু (আর দেখো, যদি তাকে পাও)। ৮ তদবধি; সেই তেকে (সেই যে শুল আর উঠল না)। ৯ পূর্বে বা পরে কখনও (আর দেখা হয়নি; আর দেখা হবেও না)। ১০ অব্যবহিত পরেই, প্রায় তখনই (আমিও উঠলাম আর গাড়িও ছাড়ল)। ১১ অবশ্য (যা হবার হয়েছে, তোমাকে আর তা বলছি না)। □ সর্ব অন্য লোক বিষয় বা বস্তু (একে চায় আরে পায়)। আর আর অন্যান্য; অপরাপর (আর আর জিনিসপত্র)। আরও, আরো (বিশেষণ) ১ এছাড়া অন্য; এতদ্ব্যতীত; অপর (আরও টাকা; আরো লোকে শুনেছে)। □ বিণ-বিণ অধিকতর; অপেক্ষাকৃত (আরও ভালো জিনিস)। □ (ক্রিয়াবিশেষণ) এছাড়াও; অধিকন্তু (আরো বলছি শোনো)। আর কতোআর কতই (ক্রিয়াবিশেষণ) অল্পই; খুব বেশি নয় (সে আর কতো লাগবে; আর কতোই বা লাগবে)। আরকি (অব্যয়) প্রায় তদ্রূপ (বেটা নবাব আর কি!)। আরবার (ক্রিয়াবিশেষণ) আবার; পুনর্বার। {(তৎসম বা সংস্কৃত) অপর>আওর>আর; (হিন্দি) আওর}