• Bengali Word আমোদ English definition [আমোদ্] (বিশেষ্য) ১ হর্ষ; আহ্লাদ; আনন্দ। ২ উৎসব; ক্রীড়াকৌতুক। ৩ কৌতুক; মজা। ৪ সুগন্ধ (আমেfদ অগুরুমেদ মৃগমদবেশ-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) সুগন্ধপূর্ণ; সৌরভযুক্ত; সুরভিত (গন্ধে আমোদ করেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আমোদ আহ্লাদ, আমোদ প্রমোদ (বিশেষ্য) আনন্দ-উৎসব; ক্রীড়াকৌতুক। আমোদপ্রিয়, আমুদে (বিশেষণ) কৌতুকপ্রিয়; স্ফূর্তিবাজ। আমোদন (বিশেষ্য) ১ বিনোদন; সন্তোষকরণ। ২ সৌরভ-সম্পাদন; আমোদকরণ। আমোদিত (বিশেষণ) ১ হৃষ্ট; আনন্দিত। ২ সুরভিত; সুভাষিত। আমোদী (বিশেষণ) আনন্দিত; হর্ণযুক্ত। ২ সৌরভযুক্ত; সুগন্ধি। {আ+ Öমুদ্+অ(ঘঞ্)}