• Bengali Word আম ১ English definition [আম্‌] (বিশেষ্য) ফলবিশেষ; আম্রফল। আম আচার, আমের আচার (বিশেষ্য) বিভিন্ন মসলাযোগে প্রস্তুত কাঁচা আমের চাটনি। আম-আদা (বিশেষ্য) আমের গন্ধযুক্ত মূল বা শটিবিশেষ।আমসি, আমশি (বিশেষ্য) কাঁচা আমের শুকনা ফালী (সেগুলি কুটিয়া ‍লুন মাখিয়া আমসি করাই ভাল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষণ) শুষ্ক; নীরস (শুখিয়ে আমসি হয়ে গেছে-রাজশেখর বসু (পরশু))। আমতা২, আমসত্ত্ব (বিশেষ্য) পাকা আমের রস শুকিয়ে প্রস্তুত অম্লমধুর খাদ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত ) আম্র> অম্ব>}
    • Bengali Word আম ২ , আওয়াম English definition [আম্, আওয়াম্] (বিশেষ্য) জনসাধারণ (আলিম পাইল মর্ম আমে না পাইল-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) সাধারণ ও বিশিষ্ট; ছোটবড়। আমরাস্তা (বিশেষ্য) সর্বসাধারণের ব্যবহারযোগ্য পথ; রাজপথ। আমলোক, আমলোগ (বিশেষ্য) সাধারণ লোক। {(আরবি)আমুন; ( বহুবচন) আরাম}
    • Bengali Word আম ৩ English definition [আম্] (বিশেষ্য) ১ উদরস্থ শ্লেষ্মা বা কফ। ২ আমাশয়; অন্ত্রের রোগবিশেষ (তার কিছু আম দোষ আছে)। আমরক্ত (বিশেষ্য) রক্ত-আমশয়; রক্তাতিসার। আমশূল (বিশেষ্য) আমাশয় জনিত পেটের বেদনা। {( তৎসম বা সংস্কৃত) আ+ Öঅম্+ অ(ঘঞ্)}