• Bengali Word আবির , আবীর English definition [আবির্] (বিশেষ্য) ১ ফাগ। ২ সুগদ্ধি রঞ্জক দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) অভ্র; (তুলনীয়) (আরবি)আবীর}
    • Bengali Word আবির্ভাব , আবির্ভবন English definition [আবির্‌ভাব, আবির্‌ভবোন্] (বিশেষ্য) ১ উদয়; প্রকাশ (চাঁদের আবির্ভাব)। ২ প্রাদুর্ভাব (কলেরার আবির্ভাব)। ৩ অধিষ্ঠান; অবতরণ। আবির্ভূত (বিশেষণ) ১ প্রকাশিত; উদিত (জানকীর গর্ভলক্ষণ আবির্ভূত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রাদুর্ভূত। ৩ অধিষ্ঠিত; অবতীর্ণ। আবির্ভূতা (স্ত্রীলিঙ্গ)। আবির্ভূতি (বিশেষ্য) উৎপত্তি। {(তৎসম বা সংস্কৃত) আবিস্‌+ Öভূ+অ(ঘঞ্), অন(ল্যুট্)}