• Bengali Word আবরু , আব্রু English definition [আবরু] (বিশেষ্য) ১ মর্যাদা; আভিজাত্য; মানসম্ভ্রম (কঙ্কণ-কিঙ্কিণী খুলিয়াছি তাই-জীবন আব্রু, মরণে পর্দা নাই-মোহিতলাল মজুমদার)। ২ নারীর সম্ভ্রম; ইজ্জত; সতীত্ব। ৩ পর্দা; আবরণ (তাদের মাথায় কাপড় নেই। আব্রুর কোনো বালাই নেই আর-শওকত ওসমানকত ওসমান)। ৪ অন্তরাল; আড়াল (সেইটেই আমাদের উভয়ের মধ্যে বৃহৎ ব্যবধান, সেইটেই একটা আব্রু-রবীন্দ্রনাথ ঠাকুর) ৫ ভব্যতা; শ্লীলতা। বে-আবরু (বিশেষ্য) বে-ইজ্জত; অপমান। {(ফারসি) আবরূ}
    • Bengali Word আবরোঁয়া , আবরুঁয়া , আবরওয়াঁ English definition [আব্‌রোঁয়া, আব্‌রুয়া, আব্‌রওয়া] (বিশেষ্য) অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ; মসলিন জাতীয় মিহি কাপড় যা ভিজলে পানির মতো দেখায়। (আয় আকাশের আরুঁয়াতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) আবরারান}