• Bengali Word আফুটন্ত , আফুটা , আফোটা English definition [আফুটন্‌তো, আফুটা, আফোটা] (বিশেষণ) ১ ফোটেনি এমন; অপ্রস্ফুটিত। ২ অর্ধস্ফুট; অর্ধ প্রস্ফুটিত। ৩ সিদ্ধ হয়নি এমন (আফুটা ভাত)। {(তৎসম বা সংস্কৃত) আস্ফুট>}