• Bengali Word আফত , আফোত English definition [আফত্, আফোত্] (বিশেষ্য) বিপদ; দুঃখ; দুর্দশা; সঙ্কট (আফত ঘটিবে আজ আমা সবাকার-সৈয়দ হামজা; বাবু আড় হয়ে পড়ে আফোতের তামাম করেন-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি)আফত}
    • Bengali Word আফতাব English definition [আফ্‌তাব্] (বিশেষ্য) সূর্য (ঊষার আকাশ ম্লানিমায় ছায় আফতাব জ্যোতি ক্ষীণ-শাহাদাত হোসেন)। {(ফারসি) আফ্‌তাব}
    • Bengali Word আফতাবা , আফতাব English definition [আফ্‌তাবা, আফ্‌তাব্] (বিশেষ্য) জল-পাত্রবিশেষ, ভৃঙ্গার; গাড়ু (আফতাবা ও চিলুমচি সোনার লিয়া হাতে-সৈয়দ হামজা; মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয় আফতাবে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) আফতাব}