• Bengali Word আন্দেশা , আনদেশ English definition [আন্‌দেশা, আন্‌দেশ্] (বিশেষ্য) ১ আশঙ্কা; ভাবনা; সন্দেহ (নেশা যত লাগে অনুরাগে, বুকে তত জাগে আন্দেশা-কাজী নজরুল ইসলাম)। ২ চিন্তা; কল্পনা (আনদেশে ছুরত তার কহিতে নাহি পারি-পূর্ববঙ্গ গীতিকা)। {(ফারসি) আন্‌দীশাহ্}