• Bengali Word আনাল হক , আনল হক English definition [আনাল্ হক্, আনল্‌ হক্] আমি সত্য; আমি পরম সত্তা। মনসুর হাল্লাজ ‘আনাল হক’ বলায় প্রাণদণ্ড লাভ করেন (তিনি ‘আনল হক’ বলিতেন-গিরিশচন্দ্র ঘোষ)। {(আরবি)আনালহক = আমিই (পরম) সত্য}