• Bengali Word আধ English definition [আধ্] (বিশেষণ) ১ অর্ধ; আধা (আধ অঙ্গে শোভে বিভূতি ধবল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ আংশিক। আধ-আধ, আধো-আধো (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অসম্যক। ২ অস্ফুট (আধ-আধ বুলি)। আধ-আধ পনা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) বালকোচিত আচরণ। আধকপালে, আধ-কপালিয়া, আধকপালি (বিশেষ্য) কপালের একদিকে ব্যথা বা কামড়ানি; অর্ধ-শিরঃপীড়া। □ (বিশেষণ) কপালের অর্ধেক জুড়ে আছে এমন। আধকামারিয়া (বিশেষণ) হাতুড়ে; অর্বাচীন (ইহাকে একজন আধকামারিয়া উকিল বলিয়া জানিতাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আধখেঁচড়া, আধাখেঁচড়া (বিশেষণ) ১ অসম্পূর্ণ; অর্ধ-সম্পাদিত। ২ বিশৃঙ্খল; এলোমেলো (আধখেঁচড়া শিকারের জন্য দু’চার দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে-সৈয়দ মুজতবা আলী; আধা খেঁচড়া ব্যবস্থা-প্রথম চৌধুরী)। আধখেপা Þ আধপাগলা। আধপর (বিশেষণ) ১ অর্ধপ্রহর। ২ দুপুর; মাঝ (শিমুলের গাছে আধপর রাতে শকুনী ঝাপটে ডানা-বন্দে আলী মিয়া)। আধপাগলা, আধখেপা (বিশেষণ) প্রায় উন্মাদ; পাগলাটে। আধপেটা (বিশেষণ) অর্ধেক পেট ভরে এমন (আধপেটা খোরাকি)। আধপোড়া (বিশেষণ) অর্ধদগ্ধ; আংশিকভাবে দগ্ধ। আধবয়সী, আধাবয়সী (বিশেষণ) মধ্যবয়স্ক; যৌবন ও প্রৌঢ়কালের মধ্যবর্তী বয়স্ক। আধবুড়া/বুড়ো (বিশেষণ) প্রায় বৃদ্ধ; প্রৌঢ়। আধবুড়ি (স্ত্রীলিঙ্গ)। আধময়লা (বিশেষণ) ঈষৎ অপরিষ্কার; কিছু ময়লা (বাচ্চাদের জামাকাপড় সবই আধময়লা-নীলিমা ইব্রাহীম)। আধমরা (বিশেষণ) ১ প্রায় মরা; অর্ধমৃত। ২ নির্জীব; নিস্তেজ; উদ্দীপনাহীন (আধমরাদের ঘা মেরে তুই বাঁচা-রবীন্দ্রনাথ ঠাকুর)। আধসারা, আধাসারা, আধাসারি (বিশেষণ) অসম্পূর্ণ; আধখেঁচড়া। □ (ক্রিয়াবিশেষণ) আধাআধি নিঃশেষ; অর্ধেক সাবাড় (দেখিতে দেখিতে চিলে করে আধাসারি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অর্দ্ধ>(প্রাকৃত) অদ্ধ>}
    • Bengali Word আধলা English definition [আধ্‌লা] (বিশেষ্য) আধপয়সা (একটি আধলা দিয়ে খরচের খাতায় লিখলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আধখানা; অর্ধাংশ। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ>আধ্+লা}
    • Bengali Word আধলি English definition ⇒ আধুলি