• Bengali Word আদুড় , আদুল , আদুর English definition [আদুড়্, আদুল্, আদুর্] (বিশেষণ) ১ অনাবৃত; উন্মুক্ত; খোলা (বাবু মায় স্টাফ আদুড় গায়ে উঠানে দাঁড়িয়েছেন-কালীপ্রসন্ন সিংহ)। ২ নগ্ন (আদুল গায়ে নায়লো সবাই নর্তকী পারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ আলুলায়িত; অবিন্যস্ত (আদুল চুলের খোঁপাটি ঘেরিবে আমার বিনুনী দিয়া-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) উদার (উন্মুক্ত)>}