• Bengali Word আদুরে , আদুরিয়া English definition [আদুরে, আদুরিয়া] (বিশেষণ) ১ অতি আদরের; প্রচুর আদর পেয়ে থাকে এমন। ২ বেশি আদরের দরুন খারাপ হয়ে যাচ্ছে এমন। আদুরি, আদুরী, আদরী (স্ত্রীলিঙ্গ)। আদুরে কথা (বিশেষ্য) আধ-আধ কথা। আদুরে গোপাল (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অতিরিক্ত আদরে ললিত পালিত বালক। {(তৎসম বা সংস্কৃত) আদর+ (বাংলা) ইয়া>}