• Bengali Word আদিখ্যেতা , আধিখ্যেতা English definition [আদিক্‌খেতা, আধিক্‌খেতা] (বিশেষ্য) ১ ভান; ন্যাকামি। ২ বাড়াবাড়ি; আতিশয্য (এও বুঝি পানশিরের কোনো জঙ্গলী অভ্যর্থনার আদিখ্যেতা-সৈয়দ মুজতবা আলী; চাষাভুষোর ঘরে এমন ধারা আদিখ্যেতা জীবনে দেখিনি-মাহবুব- উল-আলম)। {(তৎসম বা সংস্কৃত) অদ্‌ক্ষিত= অ(=আ)+দৃক্ষিত>দিক্‌খিত>দিখ্যেতা-পূর্বে কখনও দেখেনি এমন ভাব}