• Bengali Word আদি English definition [আদি] (বিশেষ্য) ১ প্রথম; প্রারম্ভ; শুরু (আদিতে একমাত্র খোদা ভিন্ন আর কিছুই ছিল না)। ২ হেতু; কারণ। ৩ উৎপত্তি; উৎপত্তিস্থান (নাহি তুয়া আদি অবসানা-বিদ্যাপতি)। ৪ প্রভৃতি; ইত্যাদি (পত্রাদি, সংবাদাদি)। □ (বিশেষণ) ১ মূল। ২ পূর্ব; পুরা; প্রাচীন (আদিবাস, আদিকাল)। আদিকবি (বিশেষ্য) ১ সংস্কৃতে প্রথম কবি। ২ বাল্মীকি। আদিকাব্য (বিশেষ্য) ১ সংস্কৃতে প্রথম কাব্য। ২ রামায়ণ। আদিকারণ (বিশেষ্য) মূল কারণ। আদিপুরুষ (বিশেষ্য) কোনো বংশের প্রথম পুরুষ; বংশ প্রবর্তক; পূর্ব পুরুষ। আদিবাসী (-সিন্) (বিশেষ্য) আদিম জাতি বা অধিবাসী। আদিভূত (বিশেষণ) প্রথম উৎস; আদ্য; মূল। আদিভূতা (স্ত্রীলিঙ্গ)। আদিমানব (বিশেষ্য) আদম; কোরান ও বাইবেল অনুসারে প্রথম সৃষ্ট মানব। আদিরস (বিশেষ্য) অলঙ্কার শাস্ত্রোক্ত নয় রসের প্রথম রস; শৃঙ্গার রস; কাম-প্রেমবিষয় রস। আদিরসাত্মক, আদিরসমিশ্রিত (বিশেষণ ) শৃঙ্গাররস-প্রধান; আদিবসপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) আ+ √দা + ই(কি)}