• Bengali Word আদাব English definition [আদাব্] (বিশেষ্য) সালাম; অভিবাদন। আদাব তসলিমাত (বিশেষ্য) সালাম বা অভিবাদনাদি (নিচু হয়ে আদাব তসলিমাত জানালুম-সৈয়দ মুজতবা আলী)। আদাব বাজানো (ক্রিয়া) কুর্নিশ করা; সেলাম বাজানো (রাজা প্রতাপাদিত্য আদব বাজাইয়া নিবেদন করিলেন-রাজশেখর বসু (পরশু))। {(আরবি)আদাব}