• Bengali Word আত্মাপহারক , আত্মাপহারী (-রিন্‌) English definition [আত্‌তাঁ-পোহারোক্, আত্‌তাঁপোহারি] (বিশেষণ) নিজের প্রকৃত পরিচয় গোপন করে নিজেকে মিথ্যা নামে পরিচিত করে এমন; কপট; প্রবঞ্চক। আত্মাপহার (বিশেষ্য) জাল পরিচয়; প্রবঞ্চনা। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অপহারক; অপহারী; ৬ (তৎপুরুষ সমাস)}