• Bengali Word আত্মা , আত্ম (বিরল) English definition [আত্‌তাঁ, আত্‌তোঁ] (বিশেষ্য) ১ প্রাণীদেহে ব্যাপৃত চৈতন্যময় সত্তা; প্রাণ; জীবাত্মা; নফ্‌স (কি দশায় আত্মকুল জীবে আত্মদেশে -মাইকেল মধুসূদন দত্ত)। ২ স্বভাব; হৃদয় (পাপাত্মা, পুণ্যাত্মা)। ৩ স্বয়ং, নিজ (আত্মবৎ)। ৪ পরমাত্মা; রুহু। ৫ শরীর {(তৎসম বা সংস্কৃত) আত্মন্>}
    • Bengali Word আত্মাদর English definition [আত্‌তাঁদর্] (বিশেষ্য) নিজের প্রতি শ্রদ্ধা; আত্ম-সম্মান (মনুষ্য-হৃদয়ে কেবল আত্মাদর আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+আদর; ৬ (তৎপুরুষ সমাস)}
    • Bengali Word আত্মাদর্শ English definition [আত্‌তাঁদর্‌শো] (বিশেষ্য) ১ নিজ দৃষ্টান্ত। ২ আত্মার আদর্শ। {(তৎসম বা সংস্কৃত) আত্ম + আদর্শ; ৬ (তৎপুরুষ সমাস)}