• Bengali Word আতালি পাতালি , আথালি পাথালি , আথাল - পাথাল English definition [আতালি পাতালি, আথালিপাথালি, আথাল্‌পাথাল্] (ক্রিয়াবিশেষণ) ১ এদিকে ওদিকে, চতুর্দিকে (শর শেলগুলি আথালি পাথালি- ঘনরাম চক্রবর্তী)। ২ ব্যস্ত-সমস্তভাবে; ব্যাকুল হয়ে। {(প্রাকৃত) উত্থল্লপত্থল্ল>উথাল + ই, পাথাল+ই = আথালি পাথালি। {(তৎসম বা সংস্কৃত) উত্তাল+পাতাল> পাতালি, অনু. আতালি}