• Bengali Word আণ্ডিল , আণ্ডীল English definition [আন্‌ডিল্‌] (বিশেষ্য) স্তূপ; টাল (টাকার আণ্ডিল উঠি ফণ্ডের ভাঁড়ার-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষণ) বহু টাকার মালিক; মহাধনী (চোরেরা আণ্ডীল হয়ে যেতো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) আণ্ডীর>আণ্ডিল}