• Bengali Word আটপিঠা , আটপিঠে , আটপিটা , আটপিটে English definition [আট্‌পিঠা, আট্‌পিঠে, আট্‌পিটা, আট্‌পেটে] (বিশেষণ) ১ সর্বপ্রকার শ্রমে সুনিপুণ; সর্ব কাজে দক্ষ। ২ অতিশয় চালাক। ৩ মজবুত; শক্ত-সমর্থ(পুরুষের যে বাপু নানা জ্বালা। …তার আটপিঠে না হলে চলে না-নরেন্দ্রনাথ মিত্র) ৪ কষ্টসহিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>আট+(তৎসম বা সংস্কৃত ) পৃষ্ঠ>পিঠা+আ/এ}