• Bengali Word আটক , আটকা English definition [আটোক্, আট্‌কা] (বিশেষ্য) বাধা; প্রতিবন্ধক (কোন্‌দিন হাতছাড়া হইতে আটক নাই-রবীন্দ্রনাথ ঠাকুর )। □ (বিশেষণ) বন্দী; কয়েদ; অবরুদ্ধ। আটকাপড়া (ক্রিয়া) অবরুদ্ধ হওয়া; বন্দী হওয়া; বাধাপ্রাপ্ত হওয়া। (শৈবালেতে আটক প’ল তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। আটক পাটক (বিশেষ্য) বাধা-বন্ধন; লাগাম (অথচ দেখিতে পাই, মুখের আটক পাটক কিছুই নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আটকা-আটকি (বিশেষণ) কড়াকড়ি। □ (বিশেষ্য) দৃঢ় ব্যবস্থা। {(তুলনীয়) ( হিন্দি) অটক}
    • Bengali Word আটকপালে , আটকপালিয়া English definition [আট্‌কপালে, আট্‌কপালিয়া] (বিশেষণ) হতভাগ্য; পোড়া কপালে। আটকপালী (স্ত্রীলিঙ্গ) (আঠকপালী- বড়ু চণ্ডীদাস)। {আত্ত (নষ্ট)+কপাল+ইয়া>এ; (বহুব্রীহি সমাস)}
    • Bengali Word আটকা , আটকা পড়া , আটকা - আটকি English definition ⇒ আটক