• Bengali Word আঞ্জাম , আনজাম English definition [আন্‌জাম্] (বিশেষ্য) ১ আয়োজন; ব্যবস্থা; বন্দোবস্ত (চলে আঞ্জাম, দোলে তাঞ্জাম-কাজী নজরুল ইসলাম; ভোজের লাগি কইর‌্যা নেও আনজাম-রওশন ইজদানী)। ২ সমাপ্তি; নির্বাহ; পালন (কার্যের আঞ্জাম করাইতে-রাজশেখর বসু (পরশু))। ৩ সামগ্রী; দ্রব্যসম্ভার; উপকরণ (তাঞ্জাম ভরা আঞ্জাম এ যে কিছুই রাখোনি বাকী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি)আন্‌জাম্ }