• Bengali Word আজ্ঞা ১ , আজ্ঞে , এজ্ঞে English definition [আগ্‌গাঁ, আগেঁ, এগ্‌গেঁ] (অব্যয়) মাননীয় ব্যক্তির কথায় সাড়াজ্ঞাপন বা সম্মতিসূচক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) আ+ √জ্ঞা +অ}
    • Bengali Word আজ্ঞা ২ English definition [আগ্‌গাঁ] (বিশেষ্য) আদেশ; হুকুম; নির্দেশ। □ (অব্যয়) সম্মতি বা সাড়া জ্ঞাপন ধ্বনি।আজ্ঞাকারী (রিন্) (বিশেষণ) ১ হুকুমদাতা; আদেশদানকারী। ২ হুকুমপালক; আদেশ মান্যকারী (আজ্ঞাকারী দাস)।আজ্ঞাকারিণী (স্ত্রীলিঙ্গ)। আজ্ঞা ধীন, আজ্ঞাবহ (বিশেষণ ) আদেশ পালনকারী; বাধ্য। আজ্ঞানুবর্তী বিন আদেশপালক; অনুগত। □ (বিশেষ্য) আদেশপালক অনুচর; অনুগামী (কতলু খার আজ্ঞানুবর্তিগণ এই লিপি…প্রতিপালন করিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আজ্ঞানুবর্তিতা (বিশেষ্য)। আজ্ঞাপক (বিশেষণ) আদেশক; আজ্ঞাদানকারী। □ (বিশেষ্য) নিয়োগকর্তা। আজ্ঞাপত্র, আজ্ঞালিপি (বিশেষ্য) হুকুমনামা; আদেশপত্র। আজ্ঞাপন (বিশেষ্য) আদেশদান। আজ্ঞাপিত (বিশেষণ) আদিষ্ট; আদেশ দেওয়া হয়েছে এমন। আজ্ঞাভঙ্গ (বিশেষ্য) আদেশ অমান্যকরণ; হুকুমের অবমাননা। {(তৎসম বা সংস্কৃত)আ+ জ্ঞা +অ +আ (টাপ্)}