• Bengali Word আজান , আযান English definition [আজান্] (বিশেষ্য) নামাজ পড়তে আসার জন্য আহবান (আজানের প্রতিশব্দ পীযূষ বর্ষণ করিত সেখানে-কায়কোবাদ)। আজান দেওয়া (ক্রিয়া) আজানের বাণী উচ্চৈঃস্বরে ঘোষণা করা। {(আরবি)আযান }
    • Bengali Word আজানু English definition [আজানু] (ক্রিয়াবিশেষণ) জানু পর্যন্ত; হাঁটু অবধি। আজানুচুম্বিত (বিশেষণ) জানুকে চুম্বন করেছে এমন; জানুস্পর্শী (আজানুচুম্বিত মুক্তকৃষ্ণ কেশপাশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। আজানু লম্বিত (বিশেষণ) জানু বা হাঁটু পর্যন্ত দীর্ঘ (আজানুলম্বিত জামা)। আজানু লম্বিতবাহু (বিশেষণ) হাঁটু পর্যন্ত প্রসারিত বাহু বিশিষ্ট; দীর্ঘবাহু (আজানুলম্বিত বাহু দুর্বাদল শ্যাম-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) আ(অবধি)+ জানু; (অব্যয়ীভাব সমাস)}