• Bengali Word আজব , আজায়েব English definition [আজোব্, আজায়েব্] (বিশেষণ) ১ অদ্ভুত; আশ্চর্য; অসাধারণ (গজব করিলে তুমি আজব কথায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অলৌকিক। {আজব্ (একবচন) (আরবি) আজা’ইব (বহুবচন) }
    • Bengali Word আজব - ঘর , আজবখানা , আজায়েবখানা English definition [আজব্‌ ঘর্, আজবখানা, আজয়েব্‌খানা] (বিশেষ্য) যাদুঘর; প্রত্নশালা; museum।
    • Bengali Word আজবক English definition ⇒ উজবুক