• Bengali Word আজ , আজি ( পদ্যে ব্যবহৃত ) English definition [আজ্, আজি] (বিশেষ্য) অদ্য; today (আজ ভালো দিন)। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) অধুনা; বর্তমানে (আজ তার দিন ফিরেছে)। □ (ক্রিয়াবিশেষণ) এইবার; এক্ষণ (আজ তোমার দৌড় দেখিব)। আজকার, আজকের (বিশেষণ) বর্তমান দিনের; এই সময়ের। আজকাল, আজকালি (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) বর্তমান কালে; অধুনা। আজকাল করা (ক্রিয়া) গড়িমসি করা; টালবাহানা করা। আজকে (অব্যয় ), (ক্রিয়াবিশেষণ) ১ অদ্য; আজ(আজিকে এই সমাল বেলাতে বসে আছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ এইবার; এতদিনে (আজিকে হয়েছে শান্তি-রবীন্দ্রনাথ ঠাকুর)। আজ-নয়-কাল (বিশেষ্য) দীর্ঘসূত্রতা; গড়িমসি। আজবাদে কাল (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; অদূর ভবিষ্যতে। আজকের ⇒ আজকার। { (তৎসম বা সংস্কৃত) অদ্য>আজ্জ>আজ+ই}
    • Bengali Word আজকার ১ , আযকার English definition [আজ্‌কার্] (বিশেষ্য) আল্লাহর নাম স্মরণ (তিনি বেশির ভাগ সময় জেকের আজকারেই কাটান)। {(আরবি)আযকার (বহুবচন) (একবচন), যিক্‌র }
    • Bengali Word আজকার ২ , আজকাল , আজকে , আজকের English definition ⇒ আজ