• Bengali Word আচরণ English definition [আচরোন্] (বিশেষ্য) ১ চালচলন; ব্যবহার (সদাচরণ, মহদাচরণ, কোন আচরণই স্থানিক, কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়( আহমদ শরীফ))। ২ অনুষ্ঠান পালন (ধর্মাচরণ)। আচরণীয় (বিশেষণ) ১ আচরণের বা ব্যবহারের যোগ্য (জলচরণীয়)। ২ বিধেয়; অনুষ্ঠেয় (আচরণীয় ধর্ম)। আচরিত১ (বিশেষণ) ১ আচরণ করা হয়েছে এমন; ব্যবহৃত। ২ অনুষ্ঠিত; কৃত। ৩ প্রচলিত (চিরাচরিত)। {(তৎসম বা সংস্কৃত) আ+√চর্ +অন(ল্যুট্)}