• Bengali Word আগড় , আগোড় English definition [আগোড়্] (বিশেষ্য) ১ খিল; অর্গল (ঘরে আগড় দেওয়া দেখে সে ব’সে পড়ল-কাজী নজরুল ইসলাম; রাজবাড়িতে আগোড় দেওয়া, সে কি মনস্তাপ-কাজী নজরুল ইসলাম)। ২ কেওয়াড়; ঝাঁপ; কপাটের পরিবর্তে ব্যবহৃত বেড়া (তাহার গোহাল ঘরের আগড়ের পাশেও উঁকি মারিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ বাধা; প্রতিবন্ধক (নানা আগড় অতিক্রম করে-মনোজ বসু; তখন কি আর একে আগোড় দিয়েও ঠেকান যাবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্‌গল>আগর>আগড় (ল=র=ড়)}
    • Bengali Word আগড় - বাগড় , আগড় - বগড় English definition [আগোড়্‌বাগোড়্‌, আগড়্‌বগড়্‌] (বিশেষ্য) ১ নানা প্রকার বাজে জিনিস, অখাদ্য। ২ আবোল-তাবোল বা অসংলগ্ন কথা। {(তুলনীয় ) (হিন্দি) অগড়-বগড়; দ্বন্দ্ব}
    • Bengali Word আগড়ম - বাগড়ম English definition [আগ্‌ড়োম্‌বাগ্‌ড়োম্‌] (বিশেষ্য) অর্থহীন অসংলগ্ন কথা; অপ্রয়োজনীয় বাক্য (অগড়ম-বগড়ম বকিতেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তুলনীয়) হিন্দি আওড়ম-বওড়ম}